⭕ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী-সহঘোদ্ধা, উন্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ মানুষ।
এ শ্রেষ্ঠ মানুষগুলো সর্বক্ষণ এ চিন্তায় থাকতেন যে, কিভাবে প্রিয়নবি সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ্র প্রতিটি আদেশ-নিষেধ মেনে চলে আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা অর্জন করা যায়। সেই ভালবাসা ও সন্তষ্টি লাভের নিমিত্তে তাঁরা পিতা-মাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন , ধন-সম্পদ, এমনকি প্রিয় জন্মভূমি পর্যন্ত হাসিমুখে ত্যাগ করেছেন। তাই দ্বীনকে জানার এবং বুঝার জন্য তারাই উত্তম মাধ্যম। তাদের আত্মত্যাগ এবং দ্বীনের প্রতি ভালোবাসার সকল ঘটনা আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত।
তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন “একশ নববি হিকমাহ একশ সাহাবার জীবনী” এই বইটি আপনাকে দেখাবে, কিভাবে সাহাবায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা দ্বীনের আলো পেয়েছি। আপনাকে শিখাবে, কিভাবে আমরাও জান্নাতের সুউচ্চ মাকাম হাসিল করবো ।